নোয়াখালী জেলা শহর মাইজদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। করোনা উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত ব্যক্তি জেলা শহর মস্টার পাড়ার বাসিন্দা। তিনি বেগমগঞ্জের একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, মৃত ব্যক্তির প্রচণ্ড শ্বাস কষ্ট ছিলো। সকালে হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে দুপুরের দিকে তিনি মারা যান। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩৬৯ জন। এর মধ্যে বেগমগঞ্জে ১৭৯, কবিরহাটে ৫৪, সদরে ৫২, চাটখিলে ৩০, সোনাইমুড়ীতে ১৮, সুবর্ণচরে ১২, সেনবাগে ১১, কোম্পানীগঞ্জে ৭ ও হাতিয়ায় ৬জন রোগী রয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬) এবং চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭)। এ ছাড়া সুস্থ হয়েছেন ২৭জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বলেন, গত ২৪ঘন্টায় নোয়াখালীতে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে জেলার সদর উপজেলায় ৮ ও চাটখিলে ৪ জন রয়েছেন।