লক্ষ্মীপুরের সদর উপজেলার বিরাহিমপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে জহুর আহম্মদ (৪৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জহুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দেওয়ান বাড়ির হোসেন ডাক্তারের ছেলে।

স্থানীয়রা জানান, জহর ঢাকা থেকে ঈদের দিন জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়ি আসেন এবং ঈদের দিন বিকেলে মারা যান তিনি। 

জেলা সিভিল সার্জন আব্দুল গফফার জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তিসহ দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

লক্ষ্মীপুর পোদ্দার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঈদের দিন রাতেই সতর্কতার সঙ্গে লাশ দাফন করা হয়েছে।