- সারাদেশ
- মহাদেবপুরে ৬৮ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী আটক
মহাদেবপুরে ৬৮ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর মহাদেবপুরে ৬৮ কেজি গাঁজাসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গাঁজা বহনের একটি ট্রাক, আটকদের নিকট থেকে ২টি মোবাইল সেট ও নগদ টাকাও জব্দ করে র্যাবের সদস্যরা।
আটকরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার কয়াভবানীপুর গ্রামের মো. শিপন (৪০), কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার কাশিনাতপুর গ্রামের মো. আকাশ (২৬) ও একই গ্রামের মো. আব্দুর রশিদ (১৯)। মঙ্গলবার সকালে আটককৃতদের মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়েছে। ওইদিন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জয়পুরহাট ক্যাম্পর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন।
মন্তব্য করুন