- সারাদেশ
- গুরুদাসপুরে শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক
গুরুদাসপুরে শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রানা ফকির (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার পৌর সদরের আনন্দ নগর গ্রাম থেকে আকে আটক করা হয়। রানা ওই গ্রামের ইমদাদুল ফকিরের ছেলে।
শিশুটির বাবা জানান, ঈদের দিন খেলার কথা বলে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত রানা পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে রানাকে আটক করে পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার মামলা নথিজাত করে অভিযুক্তকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন