- সারাদেশ
- পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এছাড়া দু’টি মোটরসাইকেলের ৫ আরোহী আহত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে পাকুন্দিয়া-ইটাখোলা সড়কে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের ড্রেনেরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
পাকুন্দিয়ার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঈদের দিন সোমবার দুইটি মোটরসাইকেলে তিনজন করে ছয় বন্ধু ঘুরতে বের হয়েছিল। দুপুর ১টার দিকে পাকুন্দিয়া-ইটাখোলা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ছয় আরোহীর সবাই গুরুতর আহত হয়। তাদেরক আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয় মারা যায়।
মন্তব্য করুন