নারায়ণগঞ্জে নতুন করে ১৪৫ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ মঙ্গলবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরও বেশ কিছু নমুনা পরীক্ষার ফল আসা বাকি ছিল, যেগুলো পাওয়া গেছে। সব মিলিয়ে নতুন করে ১৪৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

ডা. ইমতিয়াজ জানান, এ নিয়ে নারায়ণগঞ্জে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৭০ জনে।

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাতেই করোনার সংক্রমণ বেশি। সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকাতেই মৃত্যু হয়েছে ৪৯ জনের।