সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেলিনা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সেলিনা ওই গ্রামের মাওলানা আলতাফ হোসেনের স্ত্রী। 

ইউপি সদস্য নজরুল ইসলাম মন্ডল জানান, রান্নাঘরে সেলিনা রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় দগ্ধ হয়ে তিনি মারা যান।

সলঙ্গা থানার ডিউটি অফিসার  উপ-পরিদর্শক মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।