- সারাদেশ
- গোয়ালন্দে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, থানায় ছড়িয়ে পড়ার শঙ্কা
গোয়ালন্দে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, থানায় ছড়িয়ে পড়ার শঙ্কা

প্রতীকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে আসা ওই থানার অন্য সদস্যদের মাঝেও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে পুলিশী সেবা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে ওই পুলিশ সদস্য (২৫) করোনা ভাইরাস পজেটিভ বলে নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। এরপর সোমবার ও মঙ্গলবার ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা আরও অন্তত ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।
জানা যায়, করোনা ভাইরাস আক্রান্ত ওই পুলিশ সদস্য রাজবাড়ী জেলা লাইন থেকে গোয়ালন্দে দায়িত্ব পালন করে আসছিলেন। তার পজেটিভ রেজাল্ট পাওয়ার পর তাকে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ৫ সদস্য ও তাদের আবাসিক ম্যাসের রাধুনী করোনা ভাইরাস সংক্রমিত হয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়- নমুনা সংগ্রহ করা আরও অন্তত ২-৩ জন পুলিশ সদস্যের মধ্যে করোনা ভাইরাস উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সব সময়ই নানা ধরনের ঝুঁকি নিয়ে পুলিশের কাজ করতে হয়। ঝুঁকি থাকলেও এলাকার সব ধরনের পুলিশী সেবা স্বাভাবিক রাখা হয়েছে। তিনি আরও জানান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগ করে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হয়েছে। যাতে এক জায়গায় কেউ আক্রান্ত হলেও অপর সদস্যগণ সেবা অব্যাহত রাখতে পারেন।
মন্তব্য করুন