মাদারীপুরের শিবচরে এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে তার সংস্পর্শে আসা ৬ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া সহকারী পুলিশ সুপার কার্যালয়ের অধিকাংশ পুলিশ সদস্য কার্যত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষায় শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত এক পুলিশ সদস্য করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তিনি সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আভ্যন্তরীণ কাজ করেন। শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে থাকা ৬ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

এনিয়ে শিবচরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জন। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়া পুলিশ সদস্যকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতেন। কিভাবে আক্রান্ত হলেন তা বোঝা যাচ্ছে না। তাকে হোম আইসোলেশনে ও ৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান তিনি।