গাজীপুরের কাপাসিয়ায় করোনা উপসর্গে ৫৫ বছর বয়সী এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।  তার বাড়ি কাপাসিয়া বাজার সংলগ্ন বানারহাওলা গ্রামে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন যাবৎ ওই ব্যক্তি জ্বর, ঠান্ডা-কাশি, পায়খানার সাথে রক্ত যাওয়াসহ নানা সমস্যায় ভূগছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে বাড়িতে রেখে ফার্মেসি থেকে ওষুধ এনে তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি হয়নি। এ পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর দেড়টায় তিনি মারা যান।

কাপাসিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. আব্দুস সালাম সরকার জানান, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে হয়েছে। নমুনাটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।