- সারাদেশ
- নারায়ণগঞ্জে করোনায় মারা গেলেন গাইনি চিকিৎসক
নারায়ণগঞ্জে করোনায় মারা গেলেন গাইনি চিকিৎসক

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আমেনা খান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. আমেনা খান নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আমেনা ক্লিনিকের মালিক ও গাইনির চিকিৎসক ছিলেন।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসক আমেনা খান করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসক আমেনা খান দীর্ঘদিন নারায়ণগঞ্জ হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নেন। এরপর থেকে তিনি শহরের খানপুর এলাকায় নিজের প্রতিষ্ঠিত আমেনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিকেই রোগীদের চিকিৎসা দিতেন।
মন্তব্য করুন