- সারাদেশ
- সীতাকুণ্ডে করোনায় আক্রান্ত যুবকের হাসপাতালে মৃত্যু
সীতাকুণ্ডে করোনায় আক্রান্ত যুবকের হাসপাতালে মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই যুবকের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার উপজেলার ছলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান ৭০ বছর বয়সী এক নারী। পরে তার নমুনা পরীক্ষার রিপার্টে করোনাপজিটিভ আসে।
ওই যুবকের বড়ভাই সাইফুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ছোটভাইকে গত সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে ওই যুবকের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।'
চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সীতাকুণ্ডে এ পর্যন্ত ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা জেলার মধ্যে সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পটিয়া, যেখানে আক্রান্ত ৫৯ জন।
মন্তব্য করুন