- সারাদেশ
- মাধবপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
মাধবপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মর্তুজ আলী নামে এক বৃদ্ধ নিহত ও নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
জানা গেছে, একটি জমি নিয়ে ওই গ্রামের শামসুল হক ও মকবুল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মকবুল দখলে গেলে প্রতিপক্ষ সামছুল হক বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে বৃদ্ধ মর্তুজ আলীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন