নওগাঁয় নতুন দু'জনসহ মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬৩ জন। এছাড়া জেলার ১১টি উপজেলায় করোনা ছড়িয়ে পড়েছে। আর তিন উপজেলার সব রোগী সুস্থ হয়েছেন। ওই তিন উপজেলা এখন করোনামুক্ত। 

মঙ্গলবার দুপুরে নওগাঁর ডেপুটি সিভিল সাজর্ন ডা. মঞ্জুর ই মোর্শেদ জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় একজন নারী ও একজন পুরুষের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ওই দু'জনই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্ত্ববধানে রয়েছেন। বর্তমানে ওই দু'জনসহ জেলার অন্য আক্রান্তরাও ভালো আছেন।

এদিকে জেলার ধামইরহাট উপজেলার ভাতকুন্ডু গ্রামের এক বাসিন্দা হবিগঞ্জ জেলা সদরে কর্মরত অবস্থায় নমুনা দিয়ে গ্রামের বাড়ি ধামইরহাটে আসেন। মঙ্গলবার হবিগঞ্জ থেকে তাকে জানানো হয়, নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। এ ঘটনায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করাসহ পরিবারের সবার নমুনা সংগ্রহ করেছে।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর ই র্মোশেদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনসহ জেলায় মোট এক হাজার ৩৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয় ৫৬ জনকে। তাদের মধ্যে ৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলার রানীনগর, মান্দা ও ধামইরহাট উপজেলায় করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হওয়ায় ওই তিন উপজেলা এখন করোনামুক্ত বলে জানান সিভিল সার্জন।