- সারাদেশ
- গাছে বাইকের ধাক্কায় মেডিকেলছাত্রের মৃত্যু
গাছে বাইকের ধাক্কায় মেডিকেলছাত্রের মৃত্যু

নিহত শামসুজ্জামান দিপু
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গাছের সঙ্গে মোটারসাইকেলের ধাক্কায় শামসুজ্জামান দিপু (২১) নামের এক মেডিকেল ছাত্র নিহত হয়েছেন। দিপু উপজেলার দখলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের এমবিবিএস-এর ছাত্র। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাধুহাটি তৈলটুপি সড়কের পারদখলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিপু উপজেলা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার ওপর হেলেপড়া একটি গাছের সঙ্গে মোটারসাইকেলটির ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিল্লুর রহমান জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। ওই যুবক মাথায় ও বুকে মারাত্মক আঘাত পেয়েছিলেন।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন