- সারাদেশ
- বরগুনায় আরেক নয়নের নেতৃত্বে কিশোরকে পিটিয়ে হত্যা
বরগুনায় আরেক নয়নের নেতৃত্বে কিশোরকে পিটিয়ে হত্যা

হৃদয়। ফেসবুক থেকে সংগৃহীত ছবি
ঈদের দিন নদীর পাড়ে বেড়াতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ হারিয়েছে হৃদয় (১৭) নামে এক কিশোর। মঙ্গলবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয় বরগুনা পৌরসভার চরকলনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বরগুনা টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিলো।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর হোসেন হাওলাদার জানান, সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া পায়রা নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলো হৃদয়। হৃদয় ছাড়াও শত শত মানুষ বেড়াতে যায় সেখানে। সন্ধ্যার ঠিক আগে হৃদয়কে কতিপয় কিশোর বখাটে এলোপাতাড়ি পেটানো শুরু করে হৃদয়কে। বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়েও হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। তখন তার মাথা দিয়ে রক্ত ঝড়ছিলো। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে হৃদয় মারা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক গোলবুনিয়ার একাধিক ব্যক্তি জানান, গত বছরও ঈদের সময় বন্ধুদের নিয়ে গোলবুনিয়ায় বেড়াতে গিয়েছিলো হৃদয়। তখন গোলবুনিয়া এলাকার মৎস্যজীবী লিটনের ছেলে নয়নকে (২৫) তারা মারধর করে। এবার তার পাল্টা প্রতিশোধ নিতে গিয়েই নয়নের নেতৃত্বে বখাটেদের হামলায় হৃদয় মারা গেছে।
বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, সকাল থেকেই তারা নয়নসহ বখাটেদের গ্রেফতারে অভিযান শুরু করেছেন।
মন্তব্য করুন