- সারাদেশ
- বেগমগঞ্জে করোনায় আক্রান্ত আরও দু'জনের মৃত্যু
বেগমগঞ্জে করোনায় আক্রান্ত আরও দু'জনের মৃত্যু

প্রতীকী ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৫ জনের। এই নিয়ে বেগমগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৪ জনে। আর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার নরোত্তোমপুর মহল্লার ৫৮ বছর বয়সী এক ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে ২৩ মে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে সকাল ৮ টার দিকে তিনি মারা যান। ওই ব্যক্তির পরিবারের আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া মঙ্গলবার বেলা ১১ টার দিকে চৌমুহনী পৌরসভার গনিপুর মহল্লায় করোনায় আক্রান্ত ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিজ বাড়িতে মারা গেছেন।বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব আলম বলেন, 'করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই ব্যক্তির বাড়ি আগে থেকেই লকডাউন হয়েছে। তাদের সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সৎকার করা হয়েছে।'
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান জানান, এ পর্যন্ত নোয়াখালী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৪ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন, তাদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৬ জন,সোনাইমুড়ি উপজেলায় দু'জন ও সেনবাগ উপজেলায় একজন।
মন্তব্য করুন