পিরোজপুরে বন্ধুকে খুন, চট্টগ্রামে গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার দু’জন। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ২১:২৩ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৬:০৪
পিরোজপুরে বন্ধুকে খুন করে চট্টগ্রামে আত্মগোপনে থাকা এক যুবকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের পাহাড়তলী থানার হাজী ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ দেখে পালাতে গিয়ে ধরা পড়েন দু’জন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শেখ রুম্মান হোসেন (৩০) ও মাসুম বিল্লাহ (৩৩)।
পুলিশ জানায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ সেহাংগল গ্রামের হাসানুর রহমান অপু (৩৫) ও শেখ রুম্মান হোসেন একসঙ্গে সুপারির ব্যবসা করতেন। অপু গত ৪ অক্টোবর রুম্মানের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফিরেননি। পরদিন থানায় জিডি করেন তার স্ত্রী। শনিবার রুম্মানের বাড়ির পাশে সুপারি পাড়তে গিয়ে খড়ের গাদা থেকে পচা গন্ধ পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে খড়ের গাদার নিচ থেকে মাটিচাপা দেওয়া অপুর লাশ উদ্ধার করে।
অপুকে খুনের পর ঢাকায় গিয়ে মাসুমের কাছে আশ্রয় নিয়েছিলেন রুম্মান।পেশায় কাভার্ডভ্যান চালক মাসুম তাকে লুকিয়ে রাখার জন্য চট্টগ্রামে নিয়ে আসেন। পাহাড়তলী থানার হাজী ক্যাম্প এলাকায় পুলিশ দেখে পালানোর চেষ্টা করে তারা। তখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে পিরোজপুরে মোবাইল চুরি করে চট্টগ্রামে আত্মগোপনে থাকার কথা জানায়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও পিরোজপুর জেলা পুলিশের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের বিষয়টি জানা যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রুম্মান জানিয়েছেন, নানা বিরোধের জেরে অপুকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তিনি। গত ১ অক্টোবর বাড়ির পেছনে খড়ের গাদায় গর্ত করা হয়। ৪ অক্টোবর অপুকে বাসায় ডেকে খাওয়া-দাওয়ার পর রুম্মান তার মা-বোনসহ কয়েকজন মিলে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে খুন করে। পরে লাশটি আগে থেকে খুঁড়ে রাখা গর্তে মাটিচাপা দিয়ে রাখেন।
নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) জসীম উদ্দিন বলেন, ‘ব্যবসায়িক সম্পর্কের কারণে রুম্মান ও অপু উভয়ে বাড়িতে আসা-যাওয়া করতেন। আর্থিক লেনদেন ছাড়াও রুম্মানের স্বামী পরিত্যক্ত ও প্রবাস ফেরত বোনের সঙ্গে অপুর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি রুম্মানের পরিবারের সদস্যরা মানতে পারেনি। এর জের ধরে তারা অপুকে খুনের পরিকল্পনা করে।
পাহাড়তলী থানার ওসি জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার দু’জনকে পিরোজপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।