- সারাদেশ
- ধর্মপাশায় টিনের বেড়ায় অবরুদ্ধ এক পরিবার
ধর্মপাশায় টিনের বেড়ায় অবরুদ্ধ এক পরিবার

সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগরের মাইজপাড়া গ্রামে এভাবেই টিনের বেড়ায় অবরুদ্ধ করে রাখা হয়েছে বিজয় সরকারের পরিবারকে - সমকাল
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের একটি পরিবারকে টিনের বেড়া দিয়ে ছয় মাস ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ বেড়া অপসারণ করে চলাচলের পথ সুগম করে দিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী বিজয় সরকার।
জানা যায়, বিজয় সরকার ২০১৬ সালে ওই গ্রামে ০.৫৫ একর জমি সরকারি বিধি মোতাবেক ৯৯ বছরের জন্য বন্দোবস্ত পান। ওই জমিতে বতসঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ওই বসতঘরের পূর্বদিকে স্থানীয় রামকৃষ্ণ মিশনের আশ্রম অবস্থিত। ওই মিশনের সাধারণ সম্পাদক দাবিদার গোপেশ সরকার, মধ্যনগর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার ও হরিপুর গ্রামের বাসিন্দা মৃদুল সরকার মিশনের দোহাই দিয়ে দীর্ঘদিন বিজয় সরকারের উঠানের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজয় সরকার বলেন, তারা বেড়া দিয়ে আমাকে ঘরবন্দি করেছে। আমি এ থেকে পরিত্রাণ চাই। অভিযুক্ত গোপেশ সরকার বলেন, মিশনের লোকজন বেড়া দিয়েছে। তবে কে বা কারা দিয়েছে, তা জানি না। ইউএনও মুনতাসির হাসান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মধ্যনগর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বিজয় সরকার ২০১৬ সালে ওই গ্রামে ০.৫৫ একর জমি সরকারি বিধি মোতাবেক ৯৯ বছরের জন্য বন্দোবস্ত পান। ওই জমিতে বতসঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ওই বসতঘরের পূর্বদিকে স্থানীয় রামকৃষ্ণ মিশনের আশ্রম অবস্থিত। ওই মিশনের সাধারণ সম্পাদক দাবিদার গোপেশ সরকার, মধ্যনগর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার ও হরিপুর গ্রামের বাসিন্দা মৃদুল সরকার মিশনের দোহাই দিয়ে দীর্ঘদিন বিজয় সরকারের উঠানের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজয় সরকার বলেন, তারা বেড়া দিয়ে আমাকে ঘরবন্দি করেছে। আমি এ থেকে পরিত্রাণ চাই। অভিযুক্ত গোপেশ সরকার বলেন, মিশনের লোকজন বেড়া দিয়েছে। তবে কে বা কারা দিয়েছে, তা জানি না। ইউএনও মুনতাসির হাসান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মধ্যনগর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন