- সারাদেশ
- ধামরাইয়ে ৭ পুলিশসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত
ধামরাইয়ে ৭ পুলিশসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

ঢাকার ধামরাইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেখানে নতুন করে সাত পুলিশ সদস্যসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত ধামরাই উপজেলায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে রোববার করোনায় আক্রান্ত হয়ে আনছার আলী নামে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার ধামরাই থানার সাত পুলিশ সদস্যসহ ২৩ জন, রোববার ৩ জন, শনিবার ৩৫ জন এবং শুক্রবার ১১ জনের করোনা শনাক্ত হয়। বেশির ভাগ আক্রান্তদের বাড়ি হচ্ছে ধামরাই পৌরসভা, কালামপুর, বালিয়া, ভাড়ারিয়া, বাথুলি, রোয়াইল এলাকায়। এদের মধ্যে সাংবাদিক দম্পতি, ব্যাংকার, পুলিশ, স্বাস্থ্যকর্মী, পোশাককর্মী ও ব্যবসায়ী রয়েছেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, সোমবার পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা সন্দেহে এক হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৩ জন সুস্থ হয়েছেন এবং ২৫ জন আইসোলেশনে চিকিৎসাধীন। অন্যরা বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ আক্রান্ত হওয়ার বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সোমবার ধামরাই থানা পুলিশের চার গাড়ি চালক ও তিন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন