মাগুরায় নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ২ জনের বাড়ি মাগুরা সদরে ও ৩ জনের বাড়ি মহম্মদপুর উপজেলায়।

রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের পিসিআর ল্যাব থেকে মাগুরা স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, বিগত দুই দিনে মাগুরা থেকে মোট ২৬ জনের নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়। তার মধ্যে পরীক্ষার ফলাফলে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের ল্যাব থেকে তাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে।

তিনি জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। ২ জন আইসোলেশনে আছেন। নতুন আক্রান্ত ৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সোমবার সকালে তাদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করা হবে।