লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে।

জেলা সিভিল সার্জ ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান ,গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন। তবে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ জন।  নতুন তিনজনসহ  বর্তমানে আইসোলেশনে ভর্তি রয়েছেন ৪ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৭জন। ।