বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র মাহিমের লাশ রোববার রাতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছেন।

রোববার বিকেল ৫টার দিকে মাহিম তার দুই বন্ধু নুর নবী ও সোহাগকে নিয়ে সোনতলা সড়ক সেতু দেখতে এসে নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতে মাহিম (১৪) নদীতে ডুবে যায়। নুর নবী ও সোহাগ তাকে বাঁচাতে গিয়ে তারা দুজনই নদীতে ডোবে। স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে নুর নবী ও সোহাগকে উদ্ধার করতে পারলেও মাহিমকে উদ্ধার করা সম্ভব হয় না। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় রাজশাহী ডুবুরি দল রাতে ঘটনাস্থলে এসে মাহিমের লাশ উদ্ধার করে। এদের ৩ জনেরই বাড়ি উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামে। এরা সবাই স্কুল ছাত্র। 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, তিনটি ছেলে করতোয়া নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। ডুবে যাওয়া ছাত্র মাহিমকে উদ্ধারের চেষ্টা করলেও তখন তাকে পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, রোববার রাতেই মাহিমের লাশ উল্লাপাড়া থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে লাশ তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়।