কক্সবাজারের মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মাদক পাচারকারীদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, নিহত মাদক পাচারকারী উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৬/১ বাইশফাঁড়ি পাহাড়ি এলাকার চেয়ারম্যানের গোদা নামক স্থানে এই  ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে মিয়ানমার থেকে মাদক নিয়ে কিছু লোক প্রবেশ করার খবর পায় বিজিবি। বিজিবির নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের উক্ত এলাকায় অভিযানে যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে পাচারকারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে আব্দুর রহমান (২৫) নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিজিবি জানায়, নিহত  মাদক পাচারকারী উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা। বিজিবি  ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।