- সারাদেশ
- সিলেটে ‘বিরোধ মেটাতে গিয়ে’ চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন
সিলেটে ‘বিরোধ মেটাতে গিয়ে’ চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

নিহত আল আমিন
সিলেট সদর উপজেলায় জমি নিয়ে ‘বিরোধ মেটাতে’ গিয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছেন।
নিহত আল আমিন (২৭) সদর উপজেলার ফরিংউড়া গ্রামের মুসা মিয়ার ছেলে। সোমবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোববার দুপুরে দুইপক্ষের বিরোধ মেটাতে গিয়ে আল আমিন চাচা ইলিয়াসের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুই প্রতিবেশীর মধ্যে জায়গা নিয়ে বিরোধ মেটাতে গেলে আল আমিনকে প্রতিপক্ষ ভেবে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনার পর থেকে চাচা ইলিয়াসসহ তার সহযোগীরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাবা মুসা মিয়া জানান, প্রতিবেশী ইলিয়াসের সঙ্গে হুছনের বিরোধ মেটাতে গিয়েছিলেন আল আমিন। আপন ভাই ইলিয়াসের সঙ্গে তারও বিরোধ রয়েছে।
ওসি শাহদাত বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।
মন্তব্য করুন