- সারাদেশ
- পত্নীতলায় আদিবাসী নারী-পুরুষের লাশ উদ্ধার
পত্নীতলায় আদিবাসী নারী-পুরুষের লাশ উদ্ধার
-samakal-5ed4d6c5ad66c.jpg)
নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক ঘটনায় দু’জন আদিবাসী নারী-পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে লাশ দু’টি উদ্ধার করে পত্নীতলা থানা পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের মংলা রামের ছেলে সুমি রাম (৫৫) ও একই উপজেলার কান্তা কিসমতপুর গ্রামের মাধুরী রানী (৬৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, দুপুরে মাধুরী রানী তার ছেলে ও ছেলের বউয়ের ওপর অভিমান করে নিজ বাড়িতে বিষপান করে আত্নহত্যা করেন। অন্যদিকে কাশিপুর গ্রামে অতিরিক্ত মদ্যপানের কারণে সুমি রাম নামে আরেকজনের মৃত্যু হয়। পরে গ্রামের একটি পুকুর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন