জামালপুরের মাদারগঞ্জ উপজেলার অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাসরের চিকিৎসার দায়িত্ব নিলেন সংসদ সদস্য মির্জা আজম। রোববার রাতে এই মুক্তিযোদ্ধার শারীরিক খোঁজখবর নেন তিনি। অসুস্থ বীর মুক্তিযোদ্ধা বর্তমানে এমপির প্রচেষ্টায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

জানা গেছে, একটি ফেসবুক পোস্ট চোখে পড়া মাত্রই বীর মুক্তিযুদ্ধার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং তার সঙ্গে নিজে কথা বলে তাকে আশ্বস্থ করেন মীর্জা আজম। এছাড়াও ইউএনও আমিনুল ইসলাম মির্জা আজম এমপির নির্দেশে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে অর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বাসস্থান, আর্থিক, চিকিৎসা সেবা পাওয়া তাদের অধিকার। টাকার অভাবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাসরের চিকিৎসা যাতে বন্ধ না হয় সে জন্য এমপি সকল দায়িত্ব নিয়েছেন।

বিষয় : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাসর সংসদ সদস্য মির্জা আজম

মন্তব্য করুন