গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সুমন মোহন্ত (২৮) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। সুমন উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত হিন্দুপাড়া গ্রামের আনন্দ মোহন্তের ছেলে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, সুমন গত ৩/৪ বছর ধরে সিলেটে আরআফএল কোম্পানিতে চাকরি করে আসছিলেন। করোনা মহামারির কারণে মার্চ মাসের শেষের দিকে বাড়িতে চলে আসেন তিনি। কিছু দিন বাড়িতে থাকার পর মে মাসের শুরুতে সিলেটে গিয়ে আবারও কাজে যোগ দেন। সেখানে কাজ করা অবস্থায় তিনদিন আগে সুমন প্রচণ্ড গলাব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে বাড়িতে খবর দেন। খবর পেয়ে ৩১ মে সুমনের স্ত্রী ও বাবা সিলেটে যান। এ সময় তারা সুমনের শরীরিক অবস্থা খারাপ দেখে এবং কোম্পানির কাছেও তেমন কোনো সহযোগিতা না পেয়ে মাইক্রোযোগে রোববার রাতে তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সোমবার সকালে মাইক্রোবাসেই সুমনের মৃত্যু হয়। 

ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নমুনা সংগ্রহ করে। এরপর থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে নিজ গ্রামে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।