- সারাদেশ
- নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাটখিলে স্বামী-স্ত্রী ও বেগমগঞ্জে এক বৃদ্ধ রয়েছেন। রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে চাটখিল পৌরসভার ছয়ানীটবগা এলাকার মৃত নারীর নমুনা সংগ্রহ করতে পারলেও তার স্বামীর নমুনা সংগ্রহ করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। তবে তার পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
অপর দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
চাটখিল পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নওশাদুল করিম জানান, করোনার উপসর্গ নিয়ে তার ওয়ার্ডের ছয়ানি টবগা এলাকার এক ব্যক্তি (৬০) শনিবার রাতে নিজ বাড়িতে মারা যান। এর একদিন পর রোববার রাতে তার স্ত্রীও (৫৫) বাড়িতে মারা যান। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. মো. তামজিদ হোসাইন জানান, শনিবার রাতে এক ব্যক্তি বাড়িতে মারা যান। পরিবারের লোকজন তথ্য গোপন করে তার লাশ দাফন করে। এ ঘটনার ২৪ ঘণ্টা পর তার স্ত্রী বাড়িতে অসুস্থ হয়ে পড়লে রোববার সন্ধ্যায় চাটখিল পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত নারীর পরিবারের লোকজন বিষয়টি মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবহিত করলে রাত ১২টার সময় ওই বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। এ ঘটনায় মৃত স্বামী-স্ত্রীর পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।
অপরদিকে বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুর ইউনিয়ন এলাকার ৭০ বছর বয়সী এক ব্যক্তি রোববার রাত ১১টার দিকে নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, এ মৃত্যুর বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। যার কারণে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা যায়নি। এ ব্যপারে তিনি খবর নেবেন বলে জানান।
মন্তব্য করুন