- সারাদেশ
- বোয়ালমারীতে করোনা আক্রান্তদের ১৪ জন সুস্থ, লকডাউন প্রত্যাহার
বোয়ালমারীতে করোনা আক্রান্তদের ১৪ জন সুস্থ, লকডাউন প্রত্যাহার

ফরিদপুরের বোয়ালমারীতে করোনায় আক্রান্তদের মধ্যে আরও ১৪জন সুস্থ হয়েছেন। সোমবার নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকা ওই রোগীদের সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একই সঙ্গে তাদের বাড়ি থেকে লকডাউনও উঠিয়ে নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু উপস্থিত থেকে তাদেরকে ছাড়পত্র দেন। এর আগে এই উপজেলায় আরও চারজন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, ধুলপুকুরিয়া গ্রামের এক ব্যক্তি দুই মাস আগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ গ্রামে এনে সৎকার করা হয়। এর একদিন পর মৃত ব্যক্তির স্ত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল করোনা পজিটিভ আসে। পরে মৃত ওই ব্যক্তির সৎকারে অংশ নেয়া ও সংস্পর্শে আসা আশেপাশের আরো ৩৫ জনের নমুনা গতমাসে দুই বার সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে ১৪ জনের করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হয়। পরে ৩১ মে নমুনা পরীক্ষার ১৪ জনের করোনা নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এই উপজেলায় আক্রান্ত ৪৭জন রোগীর মধ্যে ১৮জন সুস্থ হয়েছেন। মারা গেছেন দুইজন। সুস্থ হওয়া রোগীরা আমাদের নজরদারিতে থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনায় আক্রান্তদের ১৪ জন সুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া তাদের বাড়ি থেকে লকডাউন উঠিয়ে নেয়া হয়েছে।
মন্তব্য করুন