- সারাদেশ
- খুলনায় হতদরিদ্রের চাল আত্মসাত, আ’লীগ নেতার ডিলারশিপ বাতিল
খুলনায় হতদরিদ্রের চাল আত্মসাত, আ’লীগ নেতার ডিলারশিপ বাতিল

খুলনার রূপসার ১৪টি হতদরিদ্র পরিবারের চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সরদার মিজানুর রহমানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। একই সঙ্গে অবিলম্বে তাকে আত্মসাত করা চাল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার রূপসা উপজেলা খাদ্য কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযুক্ত ডিলার সরদার মিজানুর রহমান রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, রূপসা উপজেলার ১৪ হতদরিদ্রের নামে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত হয়। সেই থেকে প্রতি মাসে তাদের নামে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বরাদ্দ হয়ে আসছে। সম্প্রতি তারা অভিযোগ করেন, এই তালিকায় তাদের নাম রয়েছে বিষয়টি তারা জানেনই না এবং গত ৪ বছরে তাদের কেউই এই চাল পাননি। অথচ খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় তাদের নামে প্রতি মাসে চাল উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার সমকালকে বলেন, বিষয়টি নিয়ে তদন্তের পর ডিলার মিজানুর রহমানের বিরুদ্ধে এই ১৪ জনের চাল আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। খাদ্য কমিটির সভায় ডিলার মিজানুর রহমানের ২০ হাজার টাকা জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন