গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ নূরুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি তিনি মাদক ব্যবসায়ী। সোমবার ভোরে মহানগরের কাশিমপুর তেতুই বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত নূরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন। 

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ট্রাকে করে মাদকের একটি বড় চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব ১ এর সদস্যরা। ভোরের দিকে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে এবং ট্রাকে থাকা অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টাগুলি চালায়। এ সময় নূরুল ইসলাম নামে ওই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়েও যায়।