- সারাদেশ
- দুঃস্থ মানুষের চিকিৎসায় ১৫ লাখ টাকা অনুদান মতিয়া চৌধুরীর
দুঃস্থ মানুষের চিকিৎসায় ১৫ লাখ টাকা অনুদান মতিয়া চৌধুরীর

ইউএনও মো. আরিফুর রহমানের হাতে চেক হস্তান্তর করছেন আওয়ামী লীগ নেতারা -সমকাল
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় করোনা আক্রান্ত ও দুঃস্থ মানুষের চিকিৎসাসেবায় সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। উপজেলার অগ্রণী ব্যাংকে ‘দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তা তহবিল’ নামে একটি ফান্ড করে সেখানে ১৫ লাখ টাকা এফডিআর করে দেন তিনি।
করোনা অথবা অন্য উপসর্গ নিয়ে যেসব দুঃস্থ ও অসহায় মানুষ নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি হবে তাদের চিকিৎসার খরচ দেওয়া হবে এ তহবিল থেকে । শুধু তাই নয় যাদের চিকিৎসার সামর্থ্য নেই তাদের ওই তহবিলের টাকা থেকে সহায়তা করা হবে। পর্যায়ক্রমে এ তহবিল আরও বৃদ্ধি হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা।
সোমবার সকালে মতিয়া চৌধুরীর পক্ষে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতারা ওই উপজেলার ইউএনও মো. আরিফুর রহমানের হাতে ১৫ লাখ টাকা এফডিআরের চেক হস্তান্তর করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মো. মেহেদী, আওয়ামী লীগ নেতা ওয়াজকরুনী, ফারুক আহমেদ বকুল ও শহিদুল্লাহ তালুকদার মুকুল উপস্থিত ছিলেন।
সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন- ওই এফডিআর এর টাকা থেকে প্রতিমাসে যে লভ্যাংশ আসবে তা থেকে দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। এ ফান্ডের টাকা আজীবন নালিতাবাড়ীর মানুষের স্বাস্থ্য সেবায় ব্যয় করা হবে।
মন্তব্য করুন