বকেয়া বিদ্যুৎ বিল প্রদানে জরিমানা আদায় করায় বরিশালে আগৈলঝাড়া উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিক্ষোভ করেছেন।

সোমবার দুুপুরে উপজেলার জোবারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শতাধিক গ্রাহক বিক্ষোভ করেন। বিদ্যালয়ের একটি কক্ষে ওই এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিল আদায় করা হয়।

ভূক্তভোগী গ্রাহকদের অভিযোগ, আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা বকেয়া বিদ্যুৎ বিলের টাকা জমা দিতে গেলে জরিমানানহ আদায় করা হয়। এনিয়ে বিল আদায়কারীদের সঙ্গে প্রথমে বাকবিতান্ডা ও পরে গ্রাহকরা বিক্ষোভ করেন। গ্রাহকদের দাবী, করোনা সংকটের কারণে সরকার বকেয়া বিদ্যুৎ বিল জরিমানামুক্ত ঘোষণা করলেও সেখানকার পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা গ্রাহকদের কাছ থেকে জরিমানা টাকা নিচ্ছিলেন।

আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. হযরত আলী বলেন, আগে শুধুমাত্র আবাসিক গ্রাহকদের কাছ থেকে জরিমানামুক্ত বিল আদায়ের সরকারি নির্দেশনা ছিল। এ কারনে আবাসিক গ্রাহকদের বিল জরিমানা ছাড়াই নেয়া হচ্ছিল। তবে নির্দেশনা না থাকায় বানিজ্যিক গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।   

তিনি আরও বলেন, সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সে এনার্জি রেগুলেটরি কমিশন প্রেস বিফিং করে ফেব্রুয়ারী, মার্চ ও এপ্রিল মাসের সকল বিল জরিমানা ছাড়া গ্রহনের সিদ্ধান্ত জানায়। এরপর গ্রাহকের কাছ থেকে ৩ মাসের বিল জরিমানা ছাড়া আদায় হয়েছে।