- সারাদেশ
- ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুর রহমান (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। তার হাতের কনুই এর উপরে গুলিটি লেগেছে। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ওই যুবক রংপুরে গিয়ে চিকিৎসা নিচ্ছে এমন কথা শোনা গেলেও কোথায় চিকিৎসা নিচ্ছে তা নির্দিষ্টভাবে জানা যায় নি বলে জানিয়েছেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল।
এদিকে বিএসএফের গুলির ঘটনাকে কেন্দ্র করে বিজিবির পক্ষ থেকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কড়া প্রতিবাদ পাঠানো হয়। এরই প্রক্ষিতে সোমবার দুপুর ১২টার দিকে অনন্তপুর সীমান্তের ৯৪৫ নম্বর সীমানা পিলারের পার্শ্ববর্তী এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে অনন্তপুর কোম্পানি সদর দপ্তরের কমান্ডার জহুরুল ইসলাম এবং বিএসএফ পক্ষে খেতাবেরকুটি কোম্পানি সদর দপ্তরের কমান্ডার রাজেন্দ্র যোশি নেতৃত্ব দেন। বৈঠকে বিএসএফ দাবি করেছে, অসৎ উদ্দেশে ভারতের নো-ম্যানস ল্যান্ডে প্রবেশ করায় গুলি করা হয়।
বিজিবি এবং এলাকাবাসী জানিয়েছেন, অনন্তপুর বালাটারী গ্রামের আব্দুস সামাদের পুত্র সাইদুরগ রহমানসহ কয়েকজন মালামাল পাচারের জন্য অনন্তপুর সীমান্তে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে যায়। অপর দিকে ভারতের কয়েকজন চোরাকারবারী কাঁটাতারের বেড়ার পাশে আসে। এ অবস্থায় ভারতের ১৯২ বিএসএফ এর খেতাবেরকুটি বিওপি'র টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হওয়ার ঘটনা ঘটে।
লালমনিরহাট বিজিবি ব্যাটলিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম তৌহিদ উল আলম জানান, গ্রেফতার এড়ানোর জন্য ওই যুবক গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানতে পেরেছি। তার অবস্থান জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন