- সারাদেশ
- বিয়ের সাত দিনের মাথায় নদীতে ডুবে প্রাণ গেল যুবকের
বিয়ের সাত দিনের মাথায় নদীতে ডুবে প্রাণ গেল যুবকের
-samakal-5ed528e6dc7de.jpg)
বিয়ের মাত্র্র সাত দিনের মাথায় শশুর বাড়ি গিয়ে নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন নিরব নামের এক যুবক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহানন্দা নদীতে ডুবে নববিবাহিত ওই যুবকের মৃত্যু হয়েছে। মাত্র সাতদিন পূর্বে গত ঈদ-উল-ফিতরের পরদিন ২৬’মে তার বিয়ে হয়।
পেশায় রাজমিস্ত্রী নীরব (২০) চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিগ্রাম এলাকার মো.নূরুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে শ্মশুড়বাড়ি শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বামুন গ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যান নীরব। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা সোয়া ৬টার দিকে নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, বিয়ের পর প্রথা অনুযায়ী প্রথম শ্মশুড়বাড়ি বেড়াতে যান নীরব। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার অকাল মৃত্যু হয়। এ ঘটনায় নীরবের নিজ ও শ্মশুড়বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন