- সারাদেশ
- কুড়িগ্রামে সাড়ে ৩ বছর বয়সী শিশু করোনায় আক্রান্ত
কুড়িগ্রামে সাড়ে ৩ বছর বয়সী শিশু করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি
কুড়িগ্রামে সাড়ে ৩ বছর বয়সী এক ছেলে শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজে স্হাপিত পরীক্ষাগার থেকে মোট ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে ওই শিশুটির ফলাফল পজিটিভ।
সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম জানান, কুড়িগ্রাম পৌরসভার মোক্তারপাড়া এলাকার অধিবাসী ওই শিশুটি তার পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের সাথে গত ২০ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। গত ২৭ মে ওই শিশুটিসহ তার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ৪ জনের ফলাফল নেগেটিভ আসলেও শিশুটির ফলাফল পজেটিভ এসেছে। তাকে তার বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
ডা. মো. নজরুল ইসলাম আরও জানান, এ নিয়ে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ওই শিশুটি ছাড়াও একজন চিকিৎসক, একজন নার্স, ৩ জন সাপোর্ট স্টাফ এবং ২ জন মহিলা পুলিশ সদস্য রয়েছেন। এই ৩০ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।
এদিকে জেলায় এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে সোমবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ২৫৬ জন। মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ১০৭ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
এ ছাড়া এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ৭৮৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ৪০০ জনের। তারমধ্যে ৭২ জনের ফলাফল পজিটিভ। এদের মধ্যে ৩৫ জন সুস্থ হয়েছেন।
মন্তব্য করুন