- সারাদেশ
- করোনা উপসর্গ নিয়ে দেবিদ্বার উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে দেবিদ্বার উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু
মনিরুল হক ভূঁইয়া
কুমিল্লার দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও দেবিদ্বার ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল হক ভূঁইয়ার (৭৮) মৃত্যু হয়েছে। সোমবার পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
স্বজনরা জানায়, মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও তিনি বিভিন্ন লোকজনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। গত কয়েকদিন যাবত তিনি জ্বরে ভুগছিলেন। এক পর্যায়ে তিনি সোমবার বেশি অসুস্থবোধ করার কথা জানান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবর পেয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একদল স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য মৃতদেহের নমুনা সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মেদ কবির। পরে পুলিশের উপস্থিতিতে বিকেল ৪টা ১০ মিনিটে সামাজিক দূরত্ব বজায় তার নিজ গ্রামে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা-৪ দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান প্রমুখ শোক জানিয়েছেন।
মন্তব্য করুন