- সারাদেশ
- দাউদকান্দিতে সিএনজি পাম্পের কর্মচারীকে ডেকে নিয়ে খুন
দাউদকান্দিতে সিএনজি পাম্পের কর্মচারীকে ডেকে নিয়ে খুন

দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে উত্তর সেন্দি তাসফিন সিএনজি পাম্পের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হৃদয় সরকার। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হৃদয়কে কেউ ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। লাশের মাথার পেছনে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাম্প সংলগ্ন পশ্চিমের কাঁঠবাগানের পাশের জমিতে তার লাশ পড়েছিল।
পাম্পের ম্যানেজার শেখ তমিজ জানান, হৃদয় রোববার রাত ৮টার দিকে গ্যাস বিক্রির টাকা জমা দিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।
হৃদয় নিকটবর্তী দক্ষিণ গাজীপুর (পূর্ব দিঘির পাড়) মিন্টু মিয়ার ছেলে। তার মা বিউটি আক্তার অভিযোগ করেন, কেউ তার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে।
এদিকে ঘটনার পর সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এবং মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন