- সারাদেশ
- ঈশ্বরগঞ্জে স্বামী-স্ত্রীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত
ঈশ্বরগঞ্জে স্বামী-স্ত্রীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামী-স্ত্রীসহ আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতে স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ জনে।
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট গত রোববার ১৮ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফল সোমবার রাতে প্রকাশ করা হয়। এতে স্বামী-স্ত্রীসহ ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে উচাখিলা ইউনিয়নের ৩৫ বছর বয়সী এক যুবক, আঠারবাড়ি ইউনিয়নের চল্লিশোর্ধ স্বামী-স্ত্রী ও ভাবি এবং ৫২ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। আক্রান্তরা সবাই উপসর্গবিহীন। এ নিয়ে উপজেলা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।
মন্তব্য করুন