গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মুরাদ হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট আঞ্চলিক সড়কের সাপমারা এপেক্স গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুরাদ শাহজাহান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আনোয়ার হোসেন জমি থেকে ধান কেটে সাপমারা এপেক্স গেটসংলগ্ন রাস্তার পাশে রেখেছিলেন। এরপর আনোয়ার ছেলে মুরাদ হোসেনকে ধানে বোঝার ওপর বসে রেখে ভ্যান নিতে যায়। এ সময় রাজাবিরাট থেকে গোবিন্দগঞ্জগামী একটি ধান বোঝাই ট্রাক মুরাদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুরাদ নিহত হয়। ট্রাকটি ধাওয়া করে আটক করে স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। কারণ রাতেই উভয় পক্ষ বসে বিষয়টি মিমাংসা করে নিয়েছে। এরপর তারা ট্রাকটি নিয়ে যায়।