- সারাদেশ
- উলিপুরে ২ সহোদর শিশু করোনায় আক্রান্ত
উলিপুরে ২ সহোদর শিশু করোনায় আক্রান্ত

কুড়িগ্রামের উলিপুরে ১৮ মাস ও ৭ বছর বয়সী দুই আপন ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ১৩ জন।
বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফলে তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
জানা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামের ১৮ মাস ও ৭ বছরের দুই শিশু বাবা-মায়ের সাথে ঢাকায় থাকে। গত ২৬ মে করোনা উপসর্গ নিয়ে তারা বাড়িতে আসলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের রাতেই হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন