নাটোরে নতুন করে ৪ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলার ৭ উপজেলায় বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।

রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের করোনা (রামেক) ল্যাব থেকে ৩ জনের শনাক্ত হওয়ার কথা জানানো হয়। শনাক্তদের মধ্যে  ২ জন বড়াইগ্রাম উপজেলায় এবং অপরজন শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার। বড়াইগ্রামের আক্রান্ত একজনের বয়স ৩২ এবং অপরজনের ২৫ বছর। শহরের আক্রান্ত ব্যক্তির বয়স ৫০ বছর। গত ২ জুন তারা নমুনা দিয়েছিলেন। অপরদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা (রামেক) ল্যাব থেকে আরো একজনের রেজাল্ট পজিটিভ বলে জানানো হয়।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, রাামেকের দু’টি ল্যাব থেকে দু’দফায় ৪ জনের রেজাল্ট পজিটিভ বলে জানানো হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে রামেক হাসপাতাল ল্যাব থেকে মকসেদুর রহমান নামে ৪৫ বছর বয়সী একজনের নমুনায় করোনা শনাক্ত হওয়ায় কথা জানানো হলেও বিস্তারিত জানা যায়নি।

তিনি জানান, এর আগে সন্ধ্যায় রামেক ল্যাব থেকে পাঠানো করোনা পজেটিভ ৩ জনের মধ্যে নাটোর শহরের আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। অপর দুই জনের বিষয়ে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখতে বলা হয়েছে।

সিভিল সার্জন জানান,নতুন করে এই  ৪ জন করোনা পজিটিভ হওয়ায় গত ২৮ এপ্রিল থেকে জেলায় এক শিশুসহ মোট ৬৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে রেজাল্ট আসার আগেই একজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।