কুমিল্লার দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে মৃত উপজেলা বিএনপির সভাপতিসহ নতুন করে আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪৭টি নমুনার রিপোর্ট এসেছে, যার মধ্যে ১৩টি পজিটিভ পাওয়া যায়।

গত ১ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি এবং দেবিদ্বার ইউপির সাবেক চেয়ারম্যান, বিজলীপাঞ্জার এলাকার মনিরুল হক ভুইয়া (৮০) করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মৃত্যুবরণ করার পর তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিল স্বাস্থ্য কর্মীরা। 

এদিকে করোনা বিস্তারে ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় বিজলীপাঞ্জার গ্রামটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মোহনা আবাসিক এলাকায় একজন, ছোট আলমপুরে দুইজন, বড় আলমপুরে একজন, জয়পুরে দুইজন, রামপুরে একজন, বাঙ্গুরীতে একজন, জাফরগঞ্জে একজন, খিরাইকান্দি একজন, নবীয়াবাদে একজন এবং দেবিদ্বার ভূমি অফিসে কর্মরত একজনের করোনা শনাক্ত হয়েছে ।

এদিকে পরপর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় শুক্রবার দেবিদ্বার থানার ছয় পুলিশসহ দশজনকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, করোনা আক্রান্তরা দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এটা খুবই স্বস্তিদায়ক খবর। উপজেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ১৮৭ জন, যার মধ্যে ৮৩ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। তবে এ পর্যন্ত ১৩ জন করোনায় মৃত্যু বরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৮৩ জন।