নোয়াখালীর সেনবাগ উপজেলায় আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শনিবার সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে সেনবাগ পৌরসভায় ২ জন, কেশারপাড় ইউনিয়নে ২ জন, ডমুরুয়া ইউনিয়নে ১ জন, অর্জুনতলা ইউনিয়নে ১ জন, কাবিলপুর ইউনিয়নে ২ জন, মোহাম্মদপুর ইউনিয়নে ১ জন, ও বীজবাগ ইউনিয়নে ১ জন রয়েছেন।

ডা. মতিউর আরও জানান, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত ১০ জনের বাড়ি লকডাউন ঘোষণা করেছে। আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।