- সারাদেশ
- ভাণ্ডারিয়ায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের করোনা শনাক্ত
ভাণ্ডারিয়ায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের করোনা শনাক্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রথমবারের মতো এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঢাকার এনাম মেডিকেল কলেজের এক শিক্ষার্থী রয়েছেন।
করোনা শনাক্তের পর শুক্রবার রাতে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা অফিসটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে মেডিকেল শিক্ষার্থীর উত্তর পৈকখালী গ্রামের বাড়িটিও লকডাউন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ মে তাদের করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলামকে বিষয়টি জানালে আলাদাভাবে দুই জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়। শুক্রবার রাতে দুইজনের করোনা পজিটিভ ফল আসে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্তে পর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা অফিসটি ১০ দিনের জন্য লকডাউন করা হয়েছে। পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীর বাড়িটিও লগডাউন রাখা হয়েছে। তিনি আরও জানান, আক্রান্তদের বাসায় রেখেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
মন্তব্য করুন