- সারাদেশ
- ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি
সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে মঞ্জু মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার সেলবরস ইউনিয়নের সলফ গ্রামের ফুলচান মিয়ার ছেলে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের ডোবায় মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। স্বজনরা ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর ফোনে জানিয়েছেন একজন। সেখানে পুলিশ পাঠানো হবে।
মন্তব্য করুন