- সারাদেশ
- ঈশ্বরদীতে করোনা উপসর্গে মায়ের মৃত্যু, চিকিৎসক কোয়ারেন্টাইনে
ঈশ্বরদীতে করোনা উপসর্গে মায়ের মৃত্যু, চিকিৎসক কোয়ারেন্টাইনে
-samakal-5edb4866b473b.jpg)
পাবনার ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীমের মা আলো বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহ ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে করোনা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ডা. শফিকুল ইসলাম শামীম।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ.এ. আসমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীম গত ১ সপ্তাহ ধরে সর্দি, জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইতিমধ্যে তার করেনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন