- সারাদেশ
- পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ জনের করোনা শনাক্ত
পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারসহ (এডিশনাল এসপি) সদর উপজেলায় দুইজন এবং বাউফলে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন তিনজনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এদের মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ২৮ জন। এছাড়া বাকী ৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন