কুড়িগ্রামে দুধকুমার নদে ডুবে খাদেমুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার জানান, সকালে বাড়ির পাশে দুধকুমার নদের পাড়ে খেলছিল শিশু খাদেমুল। এক পর্যায়ে সবার অগোচরে সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। ঘন্টা খানেক পর শিশুটির মরদেহ নদীতে ভেসে উঠে।